বিহঙ্গীনী

বিহঙ্গীনী

হান্নান

তুমি কি পেয়েছো এটা সে কখনো ভাবেনি আর ভাববেওনা,
সে শুধু ভাবে তুমি কত সুন্দর ভাবে তাঁকে কি দিতে পেরেছো।
সে কখনো চিন্তা করেনি আর করবেওনা তোমার আত্মত্যাগ,
সে চিন্তা করে তার পাওনাটা সে ষোলআনা পেয়েছে কিনা?
তোমার কপালে আরো শনি লাগবে যদি পাশে চাটুকার থাকে,
তোমাকে বলবে অমুক তমুকেরা অমুক করে তুমি কি করো?
কোনদিন যদি ভুলেও অভিমানী হয়ে কর্কশতা অবলম্বন করো,
সে নাক মুছবে আর বলবে আমি দেখে তোমার ঘর করলাম।
আমি জানি সবাই এ রকম করেনা, তবে আকসার এরকম,
ওরা আদমের পাজরের বাঁকা হাড় হতে তৈরী তাই ওরা বাঁকা,
ওদের উপর বেশি জোর খাটিয়ে তুমি যদি সোজা করতে যাও
তবে তুমি নিশ্চত জেনে রাখো ওরা সোজা হবেনা ভেঙ্গে যাবে।
ওদের নিকট যতটুকু তোমার প্রাপ্য তা অধিকার বলে নিওনা,
তুমি যদি নরকের চিহ্ন দেখতে না চাও তবে ওদের ক্ষেপিওনা।
ওরা যদি একবার ক্ষ্যেপে যায় তবে জীবনের লয় অনিবার্য,
ওদের অলক্ষ্যে জয় বিজয় তরান্বিত আমি অস্বীকার করিনা,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন