ছোট্ট মনি


ছোট্ট মণি

হান্নান

ছোট্ট মণি মান করোনা, রাগ করে পথে যেওনা। সব সময় থাকবে বাড়ী, নইলে চাপা পড়বে গাড়ী। তুমি আমার ছোট্ট সোনা, আর যেন রাগ করোনা। লেখা পড়া শিখবে তুমি, হবে অনেক নামী দামী। ভরবে আমার বুকটা, থাকবেনা আর দুঃখ টা।। আমার মেয়ে হাজেরা, অভিমানের পায়রা। ছোট্ট কথায় রাগ তার, কে তারে বুঝাবে আর। দাদীর বাড়ী নানী বাড়ী, শুধু করে গড়াগড়ি মাথায় বাধে টাইরা। যেন সাধের পায়রা যেতে চাই রাস্তায়, তাই লিখলাম কবিতাই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন