বিজয় সংগীত
বিজয় সংগীত
আব্দুল হান্নান
বিজয় সংগীত
হান্নান
বিজয় বিজয় নব ধ্বনি আজ,
গাইব আমরা বিজয়ের গান,
আকাশে বাতাসে কলরোল ধ্বনি,
গাইবে বাঙালী বিজয়ের গান।
রক্ত তরংগে ভাসিয়ে ভেলা,
এসেছিগো বাংলার বুকে,
আজ হতে রবে কোটি মানবের
হারানো হাসি মুখে।
রক্তের ফোটায় ফুটেছে আজ,
লাল গোলাপের বাগান,
বৃদ্ধ বনিতা শিশু কিশোর,
সবে গাইবে বিজয়ের গান।
পদতলে লাঞ্চিত হয়েছে যত শয়তান,
রাজা বাদশাহ কুলি মজুর নাই আজ ব্যবধান।
উল্লাসেতে বলি সবে মোরা একসমান,
হাতে হাত ধরে আজ গাইব সবে বিজয়ের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন