ঝরা বাগানে



          ঝরা বাগানে
  আব্দুল হান্নান

ঝরা বাগানে

হান্নান

দুটি নয়ন ভরে অনেক্ষন তাঁকিয়ে দেখলাম
কত মল্লিকা গোলাপ ফুলরাজীর শোভা
মনে হলো কত সুন্দর মনোরম দৃশ্যের ছবি
ভাবলাম এতো চৈতালী দুপুরের ঝরা রোদে হবে বিলীন
থাকবেনা তার কোন শোভা
তখন আর কেউ তাঁকে এমন করে দেখবে না
শুধু সার গের্ভে থাকবে গাছের ডালাগুলি
যা দুদিন পরেই জ্বলবে কৃষানীর চুলায়
কোথায় আজ সে শোভা কোথা মায়াবী দৃশ্য
যার পাশে বসে ষোড়শীরা বলত কথা
কত আনন্দে ভর পুর ছিল সে দিনের বাগান
কৈ কোথায় সে বাগান কোথায় সেই ধারা লগ্নটি
কোথায় সেই আনন্দ ঘন মুখর কলরব দৃশ্য
তুমি অপেক্ষায় থাক আবার বাগান হয়ে যে দিন ফুল ফুটবে
সে দিন তো আর আজকের মতো হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন