অমর একুশে

অমরএকুশে

হান্নান

একুশ,একুশ,একুশ খালী মুখের শূন্য বুলী,
একুশ আসলেই খুশিতে যেন নাচে বনমালী।
একুশ নামের পুঁজি করে কেউবা মারে হাম্বা,
ব্যথিত হয়ে কেউবা কাঁদে ধরে ঘরের খাম্বা।
একুশের দাবী হবে কি পূরন হে বাঘা বাঙ্গালী?
না একুশের মুখে মাখাবী তোরা সদা চুন কালী?
বায়ান্ন হতে বিংশ বিশেও হতে পারেনি বাঙ্গালী,
আর কতদিন রবো মোরা বাংলা ভাষার কাঙ্গালী?
ঘরে ঘরে এখনো শুনি উর্দু হিন্দি ইংরেজ জয়গান,
আর কত করবো মোরা বাংলা ভাষার অপমান?
বাংলা ধরো,বাংলা বলো,বাংলারে দাও সম্মান,
বাংলা মায়ের সন্তান মোরা রাখবো বাংলার মান।
ইতিহাসে মোরা বাঙ্গালী, ইংরেজ উর্দু করেছি খালী,
বাংলা ভাষা রে কখনো মোরা দিব না জলাঞ্জলি।
সালাম বরকত রফিক জব্বার সবার বিজয় মরনে,
তুলি দুই হাত, করি মোনাজাত সবার মুক্তির স্বরনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন