কর্ম


কর্ম

হান্নান

অলস জীবনের নেই কোন আশা অলস মাথায় ভরা শয়তানের বাসা অলস মানুষ যারা সদয় চিন্তা করে তারা তাদের চিন্তার নেই কোন কূল চিন্তার জীবনটা অতি বড় ভূল সসব রোগের ঔসধ আছে চিন্তা রোগের নাই চিন্তা রোগের ঔষধ আমি বলে যায় সদয় করিবে কর্ম্ ছাড়িয়া দেহ ঘর্ম তখনি বুঝিবে তুমি কতযে ঘুমের মর্ম ক্লান্ত শরীরে কভু চিন্তা নাহি আসে ক্লান্তির পরে ঘুম আসে অনায়াসে তাইতো কর্মীরা সদা সুখি হয় কর্মীর সাথে থাকে মহা দয়াময় কাজ করো খেটে খাও বসে থেকোনা অকর্মা লোকেরা সুখি হয়না কর্মের মাঝে খোজ নিজের ধর্মকে ছোট মনে করিওনা নিজের কর্মকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন