দাও আমাকে
দাও আমাকে
হান্নান
আমি একাই থাকি, একাই থাকবো,
একা এসেছি একাই যাবো।
আমি চাইনা সঙ্গময়ী কোন জীবন,
আমি চাইনা কারো করুনার ভূবন।
কেন উৎতপ্ত আমার জীবন,
ভেঙ্গনা আমার ভাব্য ভূবন।
আমাকে নিঃসঙ্গ থাকতে দাও,
আমাকে বার বার ভাবতে দাও।
আমাকে একা থাকতে দাও,
বিধাতার মধুর পিয়াস নিতে দাও।
সবই শূন্য কেমন যেন অসহায়,
জানিনা নেমে আসে কোন দুর্জয়।
আমাকে একা থাকতে দাও,
ভাবার মত কিছু ভাবতে দাও।
হয়তবা ভাববে আমি নিষ্ঠুর পাষান্ড,
আমি উৎতপ্ত আমি বরফের কান্ড।
আমি পর্বতের কৃষ্ট পাথর,
জলহীন নয়নের পাতা,
দাও আমাকে একা থাকতে,
দাও আরো কিছু ভাবতে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন