অজানা পথিক


অজানা পথিক

হান্নান

অজানা পথিক চলছে ছুটে জানেনা কোথা তার স্থান কোন মোহে বিভোর নাই যেন তার হিতাহিত জ্ঞান সকল বাক পেরিয়ে এখন জীবনের শেষ প্রান্তে সহসা এখন পড়ছে মনে জীবন ছিল মহা ভ্রান্তে ইহধামে যেখানেই থাকরে মানব আছে তার এক নিশানা এমন পথের পথের পথিক তুমি যার নাই কোন ঠিকানা এমন যায়গাই যাবে তুমি যে জায়গায় নাই সাথি এমন ঘরে থাকবে তুমি যে ঘরে নাই বাতি দুনিয়ার মোহে পাগল তুমি এই দুনিয়া তোমার নই সাড়ে তিন হাত মাটির নীচে ঐ দনিয়া তোমার হয় ডইনে মাটি বামে মাটি শুধুই মাটির বিছানা এমন জায়গায় থাকবে তুমি যার নাই কোন ঠিকানা মিছিল মিটিং হরতাল বিপ্লব কোন কিছুই চলবেনা নেকী ছাড়া ঐ জায়গাতে শান্তি কভু মিলবেনা ছাড়রে পথিক বাহাদুরী করোনা শক্তির খেলা জীবন শেষে বুঝবে তুমি বসবে যখন মেলা কোথায় হাটছো কোথায় চলছো কোথায় যাবা চলিয়া অজানা পথের পথিক তুমি সবাইকে যাবে ভুলিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন