একবিংশ শতাব্দীর নজরুল



          একবিংশ শতাব্দীর নজরুল
  আব্দুল হান্নান
একবিংশ শতাব্দী দ্বার প্রান্তে দাঁড়িয়ে,
তোমাকে খুবই মনে পড়ে হে নজরুল।
সত্যই আপন হাতের মুঠোয়,
আমি আজ বিশ্বকে দেখতে পাই।
তোমার প্রেরনা তোমার চেতনা,
তোমার সংগ্রামের জয়ও গান,
তোমার ধুমকেতু বিদ্রোহীতা,
জাতিকে দিয়েছে পরিত্রাণ।
একহাতে তোমার প্রেমের বাঁশরী,
অন্য হাতে নাঙ্গা তলোয়ার,
জীবনের পরোতে পরোতে তোমার লেখায়,
খুঁজে পাই জাতির অহংকার।
তুমি বিদ্রোহী তুমি বিপ্লবী তুমি কবি ভাস্কর,
তুমি প্রেমের তুমি মুক্তির তুমি জীবন মান্যবর।
তুমি অচেনা পথিকের রাহবার,
তুমি সুপ্ত কে করেছ দীপ্ত,
তুমি দিগ্বিজয়ের পদচিহ্ন,
তুমি অন্যায়ের বিরুদ্ধে ক্ষিপ্ত
জীবন নিংড়ানো সব ভালোবাসা
হে কবি তোমার চরনে,
তুমি বাংলা মায়ের স্পন্দন,
তাই কবিতা পড়ি তোমায় স্মরণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন