▼
আকিদা
১।আল্লাহ সম্পর্কে আকিদাঃ এক আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই,তিনি এক ও একক তার কোন শরীক নেই।কালামে তাওহীদ,তামজীদ, ঈমানে মুজমাল ও মুফাস্সল এর উপর পূর্ন আস্থা ও বিশ্বাস এবং নিজের জীবনে বাস্তবায়ন।আল্লাহ্তায়ালাই প্রকৃত অস্তিত্ব । তিনি ছাড়া বাকী যা কিছু আছে সে সমস্তকে আল্লাহ্পাকই অস্তিত্বে এনেছেন। সুতরাং স্বয়ং অস্তিত্ব যিনি, তিনিই আল্লাহ্ । তিনি খালেক (স্রষ্টা) । আর তিনি যাদেরকে অস্তিত্ব প্রদান করেছেন তারা মাখলুক (সৃষ্টি) ।আল্লাহ্পাকের জাত (সত্তা ও অস্তিত্ব) এক, অদ্বিতীয়। তাঁর সিফাত (গুণাবলী) এক, অদ্বিতীয় এবং তাঁর আফআ’ল (কার্যাবলী)ও এক, অদ্বিতীয় । তাঁর অস্তিত্ব, গুণাবলী ও কাজ, সৃষ্টির অস্তিত্ব, গুণাবলী এবং কাজের মতো নয় । প্রকৃতপক্ষে কোনো বিষয়ে কেউ বা কোনো কিছু তাঁর সঙ্গে সংযুক্ত নয় । অংশীও নয়। না অস্তিত্বের বিষয়ে। না গুণাবলী বা কাজের বিষয়ে । আল্লাহ্পাকের জাত প্রকারবিহীন (বে-মেছাল) ।তাঁর সিফাতও বে-মেছাল । তেমনি তাঁর কার্যকলাপও বে-মেছাল । সৃষ্ট বস্তুসমূহের জাত, গুণ ও কাজের সঙ্গে তাঁর কোনোই সম্বন্ধ নেই ।
২।ক্বোরআন সম্পর্কে আকিদাঃ আল্লাহর পক্ষ হতে জিব্রাইল আঃ এর মাধ্যমে হযরত মুহাম্মদ সঃ এর উপর অবতীর্ন পূর্বের নবী রাসূলগণ এবং তাদের উপর নাযিলকৃত কিতাব সমুহের সত্যায়নকারী সর্বশেষ আসমানী কিতাব।যা মানবতার মুক্তির সংবিধান এর উপর পূর্ন আস্থা ও বিশ্বাস এবং এর নির্দেশিকা নিজের,পরিবারের,সমাজ ও রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করা।
৩।রাসূলগণ সম্পর্কে আকিদাঃ সাইয়্যেদেনা আদম আঃ হতে আখেরী পয়গাম্বর পযর্ন্ত যত নবী ও রাসূল দুনিয়াতে এসেছেন সবার প্রতি ঈমান ও মহব্বত আছে এবং তিনাদের উপর প্রেরিত কিতাব সমুহের প্রতি ঈমান আছে।বিশ্বনবী মুহাম্মদ সঃ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল।তিনার উপর সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কোরআন নাযিল হয়েছে যা বিশ্ব মানবতার জন্য সর্বশেষ চুড়ান্ত জীবন ব্যবস্থা
৪।বিশ্বনবীর উপর আকিদাঃ
বিশ্বনবী মুহাম্মদ সঃ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল।তিনার উপর সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কোরআন নাযিল হয়েছে যা বিশ্ব মানবতার জন্য সর্বশেষ চুড়ান্ত জীবন ব্যবস্থা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন