▼
কর্ণেল শাপলার কৃতিত্ব
আমার জীবনে পিতামাতার পর যারা অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন কর্ণেল শাপলা।পুরো নাম কর্ণেল নাহিদ রিয়াজ শাপলা classified spl in obs & gynae MBBS,MCPS,DGO,FCPS( obs& gynae),,FELLOW IN MFM(Singapore) চিকিৎসা শাস্ত্রের অসামান্য ডিগ্রী অর্জনের পাশাপাশি চিকিৎসা সেবা তেও রেখেছেন অসামান্য অবদান। সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের খুব পছন্দের একটা মানুষ। দেখলেই মায়ের মত শ্রদ্ধায় ভরে ওঠে প্রাণটা।আমি ইনফেন্ট্রীর জুনিয়র কমিশন্ড অফিসার, কর্ণেল পদবীর অফিসারদের সাথে আমাদের সাক্ষাৎ খুবই কম।আমাদের নিকট উনারা ভি আই পি মর্যাদার।আমার স্ত্রী অত্যান্ত অসুস্থ হয়ে যশোহর সি এম এইচ কর্ণেল শাপলা স্যারের নিকট চিকিৎসা নিচ্ছিল।খুব যত্নের সাথে পরিক্ষা নিরিক্ষা করছিলেন,সর্বশেষ সিদ্ধান্ত নিল অপারেশন করতে হবে।আমারা পারিবারিক ভাবে অপারেশনের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।আমি তখন রাংগামাটির বুড়িঘাট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমার স্ত্রী তখন বিষয়টি আমাকে জানালেন,আমি সিনিয়র, জুনিয়র সবার কাছে পরামর্শ নিতে সবার একটাই কথা শাপলা ম্যাডাম খুব ভালো মানুসীকতার ডাক্তার। অপারেশনে উনার অনেক সুনাম আছে আপনি ভাবির অপারেশন করান।অপারেশনের সব প্রস্তুতি নিতেই শুরু হলো ক্রোনার আগ্রাসন।যশোরের অপারেশন বন্ধ। আর অপারেশন হলোনা।আমা
র রোগীর অবস্থাও দিন দিন অবনতির দিকে,হঠাৎ শুনতে পেলাম ম্যাডামের ঢাকাতে পোস্টিং,আমার মাথায় বজ্রাঘাতের মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন