দ্বার খুলে দাও
হান্নান
চতুর দিকে মর্ম্র কাঁন্নার সুর ভেসে আসে,
জানালা খুলে তাঁকিয়ে দেখি পিপাসিত যুবক।
স্বাধীনতার রক্তমাখা জামা গায়ে বুকে গুলি বিদ্ধ,
কন্ঠে হুংকার কোথায় আমার জননী কোথায় বাংগালী
হাতে হাতিয়ার কোমর বাঁধা গুলি যেন ক্ষিপ্র ব্যাঘ্র।
রক্তের তরঙ্গ পাড়ি দিয়ে ফিরেছে মায়ের কোলে,
কিন্ত কোথায় পিতা মাতা ভাই বোন?
কালো রাতের আঁধার নিঃশেষ করেছে শক্র সেনা।
লুন্ঠন করেছে নির্বি্চারে মা বোনের চরিত্র,
সাহসার বাণী মুখে দিয়ে পিতাকে করেছে হত্যা।
তারা কোথায় বল তারা কোথায়া আর সইতে পারি না
সেজেছি আজ রিক্তের কাংগাল পথের ভিখারী।
স্বাধীনতার দায়ে হারিয়েছি জীবনের গান।
কোথায় সে শক্র সেনা দাও দ্বার খুলে দাও,
করিব হত্যা রক্ত পান করে মিটাব তৃষ্না
দাও দ্বার খুলে দাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন