আমি ভীত বিহব্বল হ্ইনা্ ত্রাসের রাজনীতিতে,
আমাকে র্স্প্স করেনা কারো গর্জিত হুংকার
আমি ভয় পায়না হিংস্র হায়েনার
আমি পিছুপা হইনা অস্রের ঝনঝনানীতে
আমি কাতর নহি সনএাসীর চাঁদাবাজিত
কারণ এদের পদচিন্হ খুবই খনিকের
আমি ভয় করি ঐমুখোশ পরা ভদ্রলোকের
যার অন্তরটা হায়েনার চাইতেওনিকৃষ্ট
যার করাল গ্রাসের মুখে আমার প্রজন্ম
বাঘ সিংহ হিংস্রহায়েনার মুখ থেকেও ফেরা সম্ভব
কিন্ত ঐ শয়তানের হাত হতে ফেরা সম্ভব নয়
কারণ ওতো বসে আছে শিক্ষকের মুখোশ পরে
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শরুকরে
শিক্ষার প্রতিটা রন্ধেওদের পদচারনা অব্যাহত
ওদের থেকে কি ভাবে পরিত্রান পাবে আমার প্রজন্ম
সে কথা ভাবতে আমার লোম শিহরে ওঠে
বই বদলানো কোচিং আর অংকের সংখ্যা
বদলানোর কৌশলে হাতিয়ে নিচ্ছে অর্থ কড়ি
উনার কাছে প্রাইভেট না পড়লে ফেল
এই হুমকিতে ছাত্র অবিভাবক সবাই আজ দিশেহারা
ওদের চরিত্র হননের দৃষ্টান্ত কম নয়
তাইবলে আমি সকল শিক্ষককে আঘাত করছিনা
বাস্তবতার নিরিখে ছাত্র সমাজ আজ জিম্মি
আমরাও ছাত্র ছিলাম আমাদেরওশিক্ষক ছিল
তাদের ছিলনা কোন লোভ লালসা
মনেহতো আমরা তাদেরই সন্তান
কে রুখবে জানোয়ারবেশীঐশয়তানদের ?
রাজনীতিবিদরা আছে নেতা আর দমন নীতির
খেলায় মত্ত
প্রতিহিংসার সিলেবাস ধরিয়েদিচ্ছে
নব প্রজন্মের হাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন