নিবেদন



নিবেদন

হান্নান

শোনহে ‍আমার সোনার ভায়েরা ছোট্ট একটি নিবেদন দীর্ঘ্ দিনের পরিচয়ে হয়েছে ভাতৃত্বের বন্ধন হাসিও ‍আঘাতে কাটিয়েছি মোরা দীর্ঘ্ কটি দিন স্বরণ থাকবে সকলের কথা ‍‌আমার চীরদিন আজকে সকলের বন্ধন কেটে যাচ্ছি আমি চলে একটি কথা বিদায়ের বেলা যাচ্ছি শুধু বলে সদা সর্বদা রাখিবে স্বরন করিবে স্রষ্টার গুণগান কাজের শুরুতে নাম নিবে তার হবে না কভু অপমান শান্তি যদি পেতেচাও মনে, পড়বে নামাজ জামাতে, শান্তির লেশ দেখিবে তুমি সে দিন প্রথম প্রভাতে। জীবনকে কখনো দিবেনা ফাঁকী মনে রাখবে চীরদিন, হা হুতাশ আর অশান্তি তাহলে আসবেনা কোনদিন। সৃষ্টির সেরা মানবের মনে কখনো দিবেনা ব্যাথা, কারো অগোচরে কোনদিন বলবেনা কোন কথা। কারো উপকার যদি নাও করো অনিষ্ট করোনা, সৃষ্টির প্রতি দয়া করতে কভু ভূল করোনা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দামুড়হুদা উপজেলার সংবাদ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মাঝের পাড়ার রাস্তাটির বেহাল অবস্থা, আওয়ামীরা ১৫ বছর ক্ষমতায় থেকে কোন কাজ করেনি কার...