বিজ্ঞের প্রতি আহবান



          বিজ্ঞের প্রতি আহবান
  আব্দুল হান্নান

বিজ্ঞের প্রতি আহবান

হান্নান

হে বিশ্ব বিজ্ঞ জ্ঞানে পৌঢ় পর্বত সম জ্ঞানীরা
হে পুস্তক পঠি সত্তাবিশ্লেষক আত্ম ধানেত্র ঘুরাওরীরা
একটু মস্তক উঠায়ে বিশ্ব ধরনীতে
দেখবে এ ভূবন ছেয়েছে রাক্ষস পুরিতে,
মানবের খুন নিয়ে চলছে যেন তমাশার এক খেলা
নিঃশেষ হতে চলেছে হে জ্ঞানী আর নাই যে বেলা
তবে কি শেষ হয়ে যাবে মানবতার পদচিহ্ন
ফিরে কি আসবেনা আর শান্তির মধ্যাহ্ন
বিশ্ব ব্যাপি চলছে মানবতার নির্ম্ম পরিহাস
নির্যাতন আর নিপিড়নের যেন এক কালো ইতিহাস
তোমাদের একটু পরিকল্পনা আর নিঃস্বার্থই এখন সম্বল,
একটু করুন হও মানবতার প্রতি দেখাইওনা আর বাহুবল
শান্তির নামে যে সংঘ করেছ একটু রাখ তার মান
বড়রা করোনা ছোটদের প্রতি ব্যাঘ্রের অভিমান
ওরা কোথায় যাবে এ ছোট্ট পৃথিবী ছেড়ে
আর নিওনা তোমরা ওদের জীবন কেড়ে
তোমরা জাতীর হোতা নেতা সবাই মানে তোমাদের কথা
তোমরা একটু বলেদাও আর দিওনা মানবকে ব্যাথা
হারানো ব্যাথায় শত কোটি মায়ের ঝরছে আখি নীর
কেউবা হচ্ছে কোর বানীর গরু কেউবা বলছে আমি বীর
জনজাল মুক্ত করার প্রয়াসে ধরনীকে ভালবাস,
শান্তির পয়গাম তুলে ধরো বিশ্বের দ্বারে দ্বারে
আশার বাণী পৌছিয়ে দাও মজলুমের ঘরে ঘরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০০কোটি টাকায় জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে হেফাজত নেতা মুহিবাবুল্লাহ বাবু নগরীকে

গত কয়েকদিন হলো হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবু নগরী হঠাৎ জামায়াতের বিরুদ্ধে কোন ইস্যু ছাড়াই বক্তব্য দেয়া শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ...