অবশেষে
অবশেষে
হান্নান
ভ্রমের মহা ভাবনায় ক্লেদাক্ত নতশীর
অতিত অন্ধ ভ্রম আবেগ, ঝরায় আঁখি নীর গুটি গুটি নব উঠন্ত লোম বয়সের আবেশে
অন্ধ ভ্রমে পড়েছিনু যত নফসের খাহেশে
রাজারে বানিয়ে প্রজা চলেছি এ জিন্দেগী
জীবন ভরে করেছি আমি তাগুতের বন্দেগী
পৌঢ়ের শুভ্রলোম আর স্নায়ুর ক্লান্তি
খুলিল রঙ্গিন চশমা কাটিল মহাভ্রান্তি
ক্লেদাক্ত অস্থিজোড় আজ দিচ্ছে মোরে ডাক।
তুমি থামো তুমি থামো দিয়োনা মোরে হাক।
কিশোরের কলতান যৌবনের মহাগান সবই আজ স্মৃতি
অলক্ষে ডাকিয়া কহেমোরে আসছে এপারের ইতি নিদ্রাতে গুজরাইল অর্ধ জীবন
এখন সামনে দেখি শধুই মরন।
কোথায় আমার বন্ধু বান্ধব কোথায় আপনজন?
সবার চোখে কেমন যেন আমি বিয়োজন
বুকের শ্লেষ্মা মুখের কাশি আর থু থু
সবার কাছে আমি ঘৃনার এক হু
ভঙ্গ দাঁতের চর্বনে সৃষ্ট ফেলি যখন পিক।
নাক শিটকায়ে অতি আপনও দেই তখন ধিক
দিশিবিসি না পেয়ে যায় বাশের মাচাঙে
যুবক কিশোরেরা কথাবলে কত বঙে চঙে।
কোথাও হয়না মোর একটু যেন ঠায়
অবশেষে তিন পায়ে মসজীদে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন