ব্যার্থ লেখা


ব্যর্থ লেখা

হান্নান

তুমি কার বিরুদ্ধে লিখবে বিদ্রোহী কবিতা শেষ করতে পারবেনা তোমার রচনার পাতা মানবের সাথে মানবের হয় বিদ্রহীতা দানবের সাথে মানবের হয় হিংস্রতা দুপায়ের আকৃতি হলেই হয়না মানব, শুধু পশু বেশেই থাকলে হয়না দানব বিংশ শতাব্দীর পরের মানব মেলা এ যেন এক হিংস্র হায়নার শিকারধরা খেলা এরা উন্মুত্ত নিজ স্বার্থের বিভরে আদব শিষ্টাচার নাই তাদের তরে তুমি কী বলবে আর কী লিখবে তাদের নিয়ে, তোমার লেখা শুধু লেখায় থাকবে যাবে ওরা বেদনা দিয়ে পৃথিবী বাসীর জন্যে এ এক বেদনা দায়ক নৈরাশ্য অকালকুমান্ডে হারালো কত নব ফুল তাও ভাঙ্গলনা ওদের খেয়ালের ভূল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন