বিভ্রান্ত উম্মাত।রচনায়ঃকবি আব্দুল হান্নান

বিভ্রান্ত উম্মাত

হান্নান

সাওবান (রা:) বলেন, রাসুল ﷺ বলেছেন, "আমি সবচেয়ে যাদের বেশী ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেনীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে। আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বিজাতিদের সাথে মিশে যাবে।" [ইবনে মাজাহ-- হা/৩৯৫২, হাদিস সহিহ] দেখুন ১৪৫০ বছর আগে রাসুল ﷺ যা বলেছেন আজ তাই হচ্ছে, নিজ দেশে ! আমাদের সৌভাগ্য আমরা রাসুল ﷺ এর একটি হাদীসের সত্যায়নের সাক্ষী হতে পারলাম ! নামধারী হুজুরও ইট সিমেন্ট এর তৈরি খাম্বা পুজা করতেছে! ————- এদের ব্যপারে নবী (সাঃ) ভবিষ্যৎবাণী করে গেছেন। দেখুনঃ পথভ্রষ্ট আলেম উম্মতের জন্য ফিতনা: আবূ যার (রাঃ) বলেছেন, “আমি নবী ﷺ-এর নিকটে একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাকে বলতে শুনেছি, ‘এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মাহ্‌-এর জন্য দাজ্জালের অপেক্ষাও অধিক ভয় করি।’ তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম, ‘হে আল্লাহ্‌র রসূল! এটি কোন জিনিস, যার ব্যাপারে আপনি আপনার উম্মাহ্‌-এর জন্য দাজ্জালের চাইতেও অধিক ভয় করেন?’ তিনি [নবী ﷺ] বললেন, ‘পথভ্রষ্ট ’আলিমগণ।’” -মুসনাদ আহ্মাদ, হাদীস নং. ২০৩৩৫ অন্য বর্ণনায় এসেছে: শাদ্দাদ ইবনে আউস রা. থেকে বর্ণিত, قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إِنِّى لاَ أَخَافُ عَلَى أُمَّتِى إِلاَّ الأَئِمَّةَ الْمُضِلِّينَ، فَإِذَا وُضِعَ السَّيْفُ فِى أُمَّتِى لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ. নবী ﷺ বলেছেন, “নিশ্চয়ই আমি আমার উম্মাহ্‌-এর জন্য কোন কিছুরই ভয় করি না, পথভ্রষ্ট ’আলিমগণ ব্যতীত। এভাবে, যখন আমার উম্মাহ্‌-এর বিরুদ্ধে তলোয়ার উঠানো হবে, এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত।” -মুসনাদ আহমাদ, হাদীসঃ নং. ১৬৪৯৩, ২১৩৬০, ৩১৩৫৯, ২০৩৩৪, এবং, আদ্-দারিমী, হাদীস নং. ২১১ ও ২১৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন