মুক্ত করো

মুক্ত করো

হান্নান

শুকিয়েছে আখি জ্বল শুন্য মায়াবী অন্ত ,
হারিয়েছি আজ শক্তি খুজি জীবনের সীমান্ত।
‍অসহায় হয়েছি অর্থের তবে প্রতিবাদে তাই ক্ষান্ত,
কাপুরুষ কাপুরুষ নাই আজ প্রতিবাদের অন্ত।
না না নহি অসহায় খোদা সহায় তবে কেন ভয়,
পাড়ি দেব আজ বিপদ সাগরে হবে জীবনের জয়।
হারানো ধনকে ফিরে পাব জানি নিশ্চয়,
তবেই হবে মহাপুরুষ প্রতিবাদে যার নাই ভয়।
ওহে বাংগালী কেন এত আজ রিক্তের ‍আবেদন,
আদায় করো নিজের অধিকার নিতশেখ সম্মান।
আজো বেঁচে আছে ইংরেজ শাসন ও রাজাকার,
ছদ্দবেশি ভাবে বাংলার বুকে বেঁধেছে সংসার।
চিন আর ধরো শক্র দলে তাদের করে যুক্ত,
ছদ্দবেশি হাত হতে ‍আজ বাংলারে করো মুক্ত।
স্বাধিনতা নামের ছাফাই গেয়ে করছ বাঙ্গালী নিধন,
সোনার ছেলেরা জানবে যেদিন সেদিন তোমার পতন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০০কোটি টাকায় জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে হেফাজত নেতা মুহিবাবুল্লাহ বাবু নগরীকে

গত কয়েকদিন হলো হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবু নগরী হঠাৎ জামায়াতের বিরুদ্ধে কোন ইস্যু ছাড়াই বক্তব্য দেয়া শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ...