২০০কোটি টাকায় জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে হেফাজত নেতা মুহিবাবুল্লাহ বাবু নগরীকে
গত কয়েকদিন হলো হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবু নগরী হঠাৎ জামায়াতের বিরুদ্ধে কোন ইস্যু ছাড়াই বক্তব্য দেয়া শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে হেফাজত নেতা মামুনল হককে সোনার গাঁও একটি হোটলে় থেকে নারী সহ যেভাবে আটক করা হয়ে ছিল ঠিক সেই সুত্র বলছে,আওয়ামীলীগের লুটপাট করা টাকা থেকে গোপনে মুহিব্বুল্লাহ বাবু নগরীকে ২০০ কোটি টাকা দিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হয়েছে।তারই ধারাবাহিকতায় মুহিবু়্ল্লাহ বাবুনগরী আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন আওয়ামী লীগ ২০৯ বছর ক্ষমতায় থাকলেও তাদের কোন সমস্যা নেই।এই পরিস্থিতিতে দাবী উত্থাপিত হয়েছে হেফাজত নেতা মামুনের নারী কেলেঙ্কারির মামলাটি জামায়াত আইনজিবীরা পরিত্যাগ করতে পারে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
<marquee>সংস্কারের পথে ইসলামী বিপ্লব</marquee> মাওলানা আব্দুল হান্নান
ভূমিকাঃ জীবনের সসবটুকু প্রশংসা আল্লাহ তায়ালার জন্য। দরূদ ও সালাম মুহাম্মাদুর রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাঈন ...
-
চরমোনায়ের ছদ্দবেশ হতে সাবধান ওদের জুব্বা পাগড়ীর অন্তরালে রয়েছে তাগুতের সাথে বন্ধুত্ব। চরমোনায়ের দাড়ি-টুপি পাগড়ী দেখেই মনে করবেননা ওর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন