বিধাতা না দিলে

বিধাতা না দিলে

হান্নান

ছোট্ট একটি ভাংগা ঘরে বাস করে দুইজন,
আষাঢ়ের বৃষ্টি তখন পড়িতেছে ঝণঝন।
হৃদয় জুড়ে বহে সদা কাঁন্নার ঝংকার,
দুঃখ তাদের জীবন সাথি সুখ করে পরিহার।
বালিশ ভেজে কাঁথা ভেজে সাথে বাশের মাচা,
ভিজবেনা আর মরনের পর থাকবে শূন্য খাচা।
শিমুল তলীর ছোট্ট ঘরে দুঃখ বয়,
চোখের জলে ভেসে ভেসে দুইজনেতে রয়।
অপবাদের অনল শিখায় দগ্ধ দুটি প্রাণ,
স্বার্থের মোহে আপন জনেরাও করে অপমান।
প্রলয়ের ডংকা যেন সদয় ধেয়ে আসে,
তবু আছে দুজন দুজনের পাশে।
কর্ম্ জীবনে হয়নি সুখি পায়নি পূর্নতা,
বিধাতা না দিলে কভু পাইনা স্বাধিনতা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০০কোটি টাকায় জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে হেফাজত নেতা মুহিবাবুল্লাহ বাবু নগরীকে

গত কয়েকদিন হলো হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবু নগরী হঠাৎ জামায়াতের বিরুদ্ধে কোন ইস্যু ছাড়াই বক্তব্য দেয়া শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ...