বাংলার সৈনিক

বাংলার সৈনিক

হান্নান

তুমি বাংলার সৈনিক, তুমি সদা নির্ভিক,
তুমি মায়ের আঁচলে হয়েছো দুঃসাহসিক।
তুমি আস্তা অবিচলে,তুমি চলো গুটনার বলে,
মিথ্যার কালো ছায়া থাকে তোর পদতলে।
তুমি বিক্ষুব্ধ সাগর নাবিক,তুমি ঝঞ্জার মাস্তুুল,
তুমি রাহবার, তোমার পথচলা হোক নির্ভুল।
তুমি কখনো নিঃসঙ্গ,কখনো মাজলুম মুসাফির,
কখনো ক্লেদাক্ত বেদনা বিদ্ধ,কখনো আঁখি নীর।
তোমার চেতনা আর মূল্যবোধ সুদুর প্রসারী,
শুধু কাগজের পাতায় রেখে হয়োনা স্বপ্নচারী।
দেখে এসো কত স্থানে আর্তনাদকে তবু সাথি,
ছুটে যাও সেখানে তার বুকে জ্বালো অভয় বাতি।
জ্বল স্থল আকাশ জয়ী, সবই তোমার সমান,
জীবন দিয়েও রাখো তুমি স্বাধীনতার মান।
মূল্যবোধের মূল্য দিবে তোমার জীবন দিয়ে,
সৈনিক জীবন গড়বে তুমি সেনা চেতনা নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০০কোটি টাকায় জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে হেফাজত নেতা মুহিবাবুল্লাহ বাবু নগরীকে

গত কয়েকদিন হলো হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবু নগরী হঠাৎ জামায়াতের বিরুদ্ধে কোন ইস্যু ছাড়াই বক্তব্য দেয়া শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ...