মনে থাকবে



          মনে থাকবে
  আব্দুল হান্নান

মনে থাকব

হান্নান

দীর্ঘ্ দিনের পরিচয়ে মিলেমিসে ছিলাম সবে
খোদার কাছে দোয়া মাঙ্গি সকলে সুখে রবে
দুদিনের পরিচয়ে মনে হয় যেন সবে মোরা ভাই ভাই
কর্তব্যের তরে ছিন্ন হয়ে সবাইকে যেতে
ভূলবনা কোন দিন স্মৃতীর পাতায় থাকবে এই নাম
সকলে আমার শ্রদ্ধার পাত্র জানাই হাজার ছালাম
জানি বিদায়ে দিতে য় কিছু তবু দিতে পারি নাই
দিলাম শুধু ভালবাসা প্রেম এছাড়া কিছু নাই
কথার মাঝে ভূল করে যদি কোন ব্যাথা দিয়ে থাকি
ভূলের ক্ষমা চাব চীরকাল এটাই আমার বাকী
প্রতিদিন সকালে বিকালে হাওয়া খেতে যেতাম বাগানে
আমদের মাঝে সবুর ভাইয়া থাকতো কোন সন্ধানে
দুরুল ভায়ের মুখের কথা শুনলে মধুর লাগে,
আনোয়ার ভাই মজার গল্প শুনাত তার ফাঁকে।
নিরবে থাকত চুন্ন ভাইয়া অতি শান্ত হয়ে,
ভূলিব কেমনে এই স্মৃতি ‍আজ দুঃখ যে,যায় বয়ে।
শান্ত সুষ্ঠ ন্যায়ের কথা শুনাতেন যিনি বারে বার,
ওহাব ওস্তাদ নামটি তিনার ছালাম হজার বার
মনে যদি হয় ছোট ভায়ের কথা কভু একদিন,
দোওয়া করবেন সবার কথা মনে থাকে যেন চীরদিন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০০কোটি টাকায় জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে হেফাজত নেতা মুহিবাবুল্লাহ বাবু নগরীকে

গত কয়েকদিন হলো হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবু নগরী হঠাৎ জামায়াতের বিরুদ্ধে কোন ইস্যু ছাড়াই বক্তব্য দেয়া শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ...