মার্শাল দূর্গ

মার্শাল দুর্গ

হান্নান

হে বিপ্লবী সৈনিক কেন বসে আছ ?
কি তোমার এতো ব্যথা ?
তুমি কি শুনেছ নিভৃত অরন্যের
সেই মার্শাল দুর্গের কথা ?
যেথায় রয়েছে উচু নিচু পাহাড়
আর পাহাড়ী বনানী।
প্রকৃতির শোভা কি যে মনোহর
দর্শনে জুড়াই মণি।।
গাধুলী লগ্নে রবীর অস্তে
বিহঙ্গের কল কাকলী,
ঝর্না ধারার সম সম তলে
ফুটছে চম্পা চামেলী।।
উচু হতে সমহীন নীচের দিকে
বসেছে মার্শাল দুর্গ,
নিঃসঙ্গ জীবনের সৈন্য সমাহারে
সে যেন এক স্বর্গ
মর্শাল দুর্গের পূর্বে রয়েছ
বিশাল ঝর্ণা ধারা,
মাঝ খানে তার শীতল গুহা
করেছে পাগল পারা।
গরু ছাগল আর মুরগী কবুতর
আমাদের স্বর্গ মালতী
সুখে দুখে সদা পাশে থাকে তারা
হয়ে প্রিয়ার মত সাথী
হে সৈনিক তুমি কি যাবে
ঐ দুর্গ্ আমার সাথে
মুছে যাবে তোমার দুঃখ বেদনা
মর্শাল দুর্গের প্রভাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দামুড়হুদা উপজেলার সংবাদ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মাঝের পাড়ার রাস্তাটির বেহাল অবস্থা, আওয়ামীরা ১৫ বছর ক্ষমতায় থেকে কোন কাজ করেনি কার...