পথিক


পথিক

হান্নান

আমি এসেছি জল তরঙ্গ সপ্ত সাগর পেরিয়ে অজানা অচেনা মানুষের দুয়ার প্রান্তে আমি এসেছি নির্যাতিত নিপিড়িত মানুষের মুক্তির পথ নিয়ে ছিন্ন ভিন্ন জীর্ন্ কুঠিরে নাই নাই আমার ক্লান্তির লেশ নাই কোন ভয় আমি পৃথিবীর প্রান্তে প্রন্তে এক অজানা পথিক পায়। আমি বিজয়ের আমি সত্য নিশানের স্তম্ভ আমার দেখে সবাই হবে হত ভম্ভ। দিবে কি আমারে একটু ঠায় ? আমি নীড় ছাড়া চলেছি উড়ে আর ভেসে ভেসে কৈ কেউ তো দিচ্ছে না আমাকে একটু ঠায় আমি কি পাবো না একটু সত্যের ঠাই, ধৈর্য্যর সাথি তোমরা কি এতই পাশান্ড এতই কঠিন এতই তিক্ত ফিরিয়ে কি দিবে মোরে তবু দ্বারে দ্বারে আমি পরাজয়ের নই আমি বিজয়ের আমি মিথ্যার নই আমি সত্যের মুকুট তোমরা কি আসবেনা সত্যের পথে আমি পথ হারা পথিকের পরম সাথি তুমি না হয় আমার সাথেই পা বাড়াও দেখবে সত্যের সন্ধান পেয়ে যাবে শোন একটু পথিকের কথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দামুড়হুদা উপজেলার সংবাদ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মাঝের পাড়ার রাস্তাটির বেহাল অবস্থা, আওয়ামীরা ১৫ বছর ক্ষমতায় থেকে কোন কাজ করেনি কার...