শুন্য আকাশের নীচে প্রকৃতির শোভা কত সুন্দর,
মনে হয় কত পবিত্র বার বার দর্শিতে হৃদয় আনন্দপায়
সত্যই পবিত্র মরোরম নির্ভূল সৃষ্ট এই পৃথিবী
আমরা অধম কাংগাল পারিনা তাকে মুক্ত রাখতে
তাই আমাদের পাপে পাত্রস্থ পৃথিবী হয়েছে পশান্ড
এ আমাদের অপমান কলংক কুচক্রী লারসার ফসল
মোহের অন্ধে নিপতিত গোটা পৃথিবী
উন্মাদ পাগলা ঘোড়ারা তছনছ করে ছটে চলছে
পাগলা কুকুরের দল পিছু ধেয়ে আসছে
যেন ঠেলে দিচ্ছে সিংহের মহা গর্জ্ন মুখে
কেন হে পৃথিবী বলে দাও তুমি যে নিঃস্পাপ
ঊষা গধুলীর মালিক কি দেইনি তোমার সে শক্তি
তবে কেন পরাস্থ হচ্ছেনা কুচক্রী শয়তান দল।
আমরাতো টিকতে পারছিনা তাদের সমর সমারোহের স্বমুখে
আমরাতো তাদের মুখের গ্রাস ক্ষধিত খাদ্য
মুক্তি কি দিবেনা হে পৃথিবী আমাদের ?
না না তুমি কলংক,তুমি ধ্বংস,তুমি অপমান
তুমি স্বার্থের তুমি রাজ প্রাসাদের হুংকার
তুমি আমাদের নও, আমরা তোমার অপবাদ
বুঝেছি আমরা তোমার বুকের ময়লা
আমরা শুধু অপমানের অতিথি,রাজী নই থাকতে
তোমার বুকে হে পৃথিবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন