পড়ন্ত বিকেলে

পড়ন্ত বিকেলে
আব্দুল হান্নান
জীবনের যখন কঠিন উন্মাদনা,
তখন জীবনকে দেখেছি ভরা দুপুরের চৈত্র স্নানে।
কর্দমাক্ত মৃত্তিকা মেড়িয়ে যৌবনের জয়গান,
যেন উছলিয়ে ধরেছিলো সখার সকাশে।
দুহাতে বেড় পেরিয়ে আলিঙ্গনের ক্ষন মুহুর্ত,
যেন স্বর্গের প্রশান্ত বার্তার এক শুভ পরিনয়।
যুগ যুগান্ত ধরে বেঁচে থাক এমন শুভক্ষন,
কিন্ত না অশুভ নামের বিরহ শক্তি সব কেড়ে নিলো।
জীবনে নেমে আসলো পূর্বাকাশ জুড়ে কালো মেঘ,
আর মনে হয় সূর্যের মুখ দেখবোনা।
অন্ধকারেই যেন চলছিলো জীবন,
ভাবছিলাম আর আলোর পরশ পাবনা,
ভাবনার করিডরে সহসা আলোর প্রতিবিম্ব,
কিন্ত তখন জীবনের পড়ন্ত বিকেল।
তারপরও জীবনের শান্তনা পড়ন্ত বিকেলে
হলেও সন্ধার পূর্বে আলোর মুখটাতো দেখতে পারবো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০০কোটি টাকায় জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে হেফাজত নেতা মুহিবাবুল্লাহ বাবু নগরীকে

গত কয়েকদিন হলো হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবু নগরী হঠাৎ জামায়াতের বিরুদ্ধে কোন ইস্যু ছাড়াই বক্তব্য দেয়া শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ...