দোকা
আব্দুল হান্নান
আলিশান এর প্রফুল্ল কুঠুরিতে নিসঙ্গ একা,
বিড়ালের সাথে বসবাসে হয় কি শূন্যতার অবসান?
নির্জনে জিনদালাশ ছাড়া ওটাকে কি আর কিছু বলা যায়?
পুরুষের প্রতি হিংস্রতা দেখিয়ে লিখতে পারো রম্য নিসংগতা বাদী কবিতা,
এটা তোমার লোক দেখানো শুধু মুখের বুলি মাত্র।
ঠিক কবিতা পাঠ শেষে তোমাকে নিতে হয় নিসঙ্গতার টানা নিঃশ্বাস।
তোমার মন বলে যদি থাকত মনের মত পুরুষ, সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকতাম দুজন দুজনার।
তুমি প্রকৃতির অভিশাপে পড়ে হয়েছ অভিশপ্ত।
তাইবেদনাদায়ক নৈরাশ্যে নিমজ্জিত। তাই বিড়ালের সাথে বসবাস করে কবিতা লিখেছ একা।
জীবনকে সচ্ছ মহিয়ান আর প্রশান্তির সহাহ্নে,
দুজন দুজনার স্বর্গবাদী মধুর মিলনে ধরনী হোক প্রশান্তির নীড়ে দোকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন