কোথা কৈফিয়ত



          কোথা কৈফিয়ত
  আব্দুল হান্নান

কোথা কৈফিয়ত

হান্নান

কোথায় আজ সে ধুলার তখতী কোথা আজ সে উমর
কোথায় আজ সে মানবতা ভেদী কোথা সত্যের সমর
অর্ধ্ জাহানের বাদশাহ যিনি গাছের নীচে থাকেন তিনি,
ছিল না যাহার কোন প্রহরী একা থাকতেন যিনি,
বাদশা হয়েও ছিলনা যার বিদ্বেশ ওহিংসা,
প্রতিদানে আজ ইতিহাস তার করেছে প্রশংসা।
এই জাহানের জালিমেরা করে জুলুম বাদশাহী,
কলুষিত চরিত্র নিয়ে,সাজে সাহান শাহী।
উমরের শাসনে সাধারণ মানুষ দাড়িয়ে হে উমর
কোথায় পেলে এত বড় জামা করো তার উত্তর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দামুড়হুদা উপজেলার সংবাদ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মাঝের পাড়ার রাস্তাটির বেহাল অবস্থা, আওয়ামীরা ১৫ বছর ক্ষমতায় থেকে কোন কাজ করেনি কার...