ব্যাথাভরা কাঁন্না হৃদয় জলছে যেন সরাক্ষন
আর কত সইবো যাতনা রিক্তহস্ত এ জীবন
হৃদয়খানি ভাংচুর করে বিলায়েছি আঁখিজলে
শুনবে কে সে কাঁন্না আমার সবাই মোরে পাগল বলে
ঘুরে ঘুরে চাই কোথা নাহি পায় একটি অতি মানব
দুদিন গেলেই পরিচয় মেলে এত মহা দানব
ওগো মাতৃ গর্ভের পবিত্র শিশু এসেছ ধরাধামে
কোথায় পেয়েছ এ তিক্ত জীবন চলছো তুমি কোন নামে
ভেবেছিনু আমি তুমি অতিমানব বলবো দুটি কথা
পরে দেখি তুমি নও সে মানব যে বুঝবে আমার ব্যাথা
তবে কি পাবনা এ শূন্যধামে একটি অতি মানুষ
যার আদেশে গড়বো জীবন থাকবে সদা হুশ
ভাবতে অবাক লাগে আমরা কি ধরনীর শেষ প্রান্তে
তবে কেন মোরা সত্যকে পারছিনা মানতে
কি হিন্দু কি খৃষ্টান কি বৌদ্ধ কি মুসলমান
সবাই ভূলে চলেছে নিজ ধর্মের ফরমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন