জীবনের আয়নাতে নজরুল 	
  আব্দুল হান্নান
        
হে নজরুল তোমাকে চিনতে করিনি ভুল,
 কে জানতো স্কুল পালান ছেলেটি হবে নজরুল। 
শ্বেত সাহিত্যের মহানায়ক,
 সম্মুখ সমর রাজপ্রাসাদ  হতে শুরু করে,
 অবনীর রন্ধে রন্ধে চলছে তোমার সাহিত্যের ঝংকার।
তোমার লেখনীর পরোতে পরোতে খুঁজে পাই বিধাতার
ঐশ্বিরকতার অনুদান
হে কবি তোমার সাড়া জাগানো বিদ্রোহীতার শিহরণ 
দেশপ্রেমের ঝান্ডা হস্তে,
কাঁপিয়েছ স্বৈরাচারের মসনদ আর ফাঁসির মঞ্চ।
তোমার কলমে খুঁজে পাই মানবতা আর মানুষত্ব,
প্রেম বিরহের মহামায়া আর বিপ্লবের জয়গান,
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে,
হে কবি আমার হৃদয়ের মনি কোঠায়।
তুমি সাহিত্যকে করেছো মহিয়ান, 
তুমি জাতিকে দিয়েছ সম্মান।
ধন্য বাঙলা, ধন্য বাঙালি, ধন্য আমার বাংলাদেশ,
তোমার মত কবি পেয়ে ধন্য আমার জীবনা বেশ।

 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন