অশনী সংকেত	
  আব্দুল হান্নান
অশনি সংকেত এর কালো ধোঁয়ার মুস্ন গন্ধের অন্তরালে,
ধেয়ে আসছে অমানিশি অমাবস্যা সম বিপর্যয়, 
 যার সোবহে সাদেক হওয়া বড়ই দুর্লভ। 
ওরা হিংস্র হায়েনার মতো ধেয়ে  আসছে, 
ছিন্নভিন্ন করে খেয়ে ফেলবে তোমাদের অস্থিমজ্জা,
 ওরা কারা?  ওরা তোমাদের দুধ কলা দিয়ে পোষা কালসাপ।
ওদের জুলুমের স্বীকার  হাজার জুলুম-অত্যাচার এ তোমরা ছিলে নির্বিকার, কারণ তখন ওরা তোমাদের ধরেনি,
 ওদের জুলুমের শিকার হাজার মজলুমের আর্তনাদ
 তোমাদের কর্ণকুহরে পৌঁছেনি।
 ওদের চিৎকার শুনে তোমরা সেদিন মজা লুটে ছিলে, 
ওদের বিষাক্ত ছোবলে আজ তোমরাও পেলেনা নিষ্কৃতি।
 আজ কেন আর্তচিত্কার করে ধরনীকাপাচ্ছ?
 সব আর্তচিৎকার বেদনা বিরহ একই সুতায় গাঁথা।
 এটা আমরা বারবার ভুলে যাই। 
রাস্তাঘাটে পথে-প্রান্তরে যখনই হলে লাঞ্ছিত অপমানিত,
 তখনই খুললো তোমাদের বিবেকের দরজা,
 ততক্ষণে কালসাপ উদরপূর্তি করে গিরি গর্তে, 
  আন্ডা-বাচ্চা নিয়ে সাঁড়াশি আক্রমণের প্রস্তুতিতে,
 জানিনা পাল্টা আক্রমণের সুবহে সাদিক তোমাদের জীবনে আর আসবে কিনা?
 নাকি অত্যাচার নির্যাতন আর নির্মমতায় ডুবে,
 সারাটি জীবন সয়ে যাবে কাল সাপের বিষাক্ত দংশন।

 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন