সূচীপত্র
ভূমিকাঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য। শতকোটি দরূদ ও সালাম বিশ্বমানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি।প্রচলিত সমাজ ব্যবস্থা, পাশ্চাত্য আগ্রাসন,ইসলাম বিদ্বেষী দেশীয় আন্তর্জাতিক মিডিয়ার আক্রমন,ঈমান বিধ্বংসী নগ্নতার প্রদর্শন এবং ভারতীয় অপসংস্কৃতির সয়লাবে দিশেহারা মুসলমান।গহীন অন্ধকারে প্রজ্জলিত আগুনের দিকে দিক্বিদিক হতে ছুটে এসে পঙ্গপালের আত্মুহুতীর ন্যায় নগ্নতার পাঁপের সাগরের দিকে ধাবমান যুবক যুবতী তান্নী তরুনী আবাল বৃদ্ধ বনিতারা।কে রুখবে তাদেরকে এই পাঁপের সাগরে ঝাপ দেয়া থেকে।ঠিক আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।সবচাইতে বড় পাপের উৎস মানুষের হাতের মুঠোয়, পাপের অতি আশক্তিতে জন্মলাভ করছে ভয়ংকর অনিশ্চিত জীবন লক্ষ্যের পাপের হাইব্রিড প্রজন্ম।অধিকাংশ ছদ্মবেশী ভালোমানুষ গুলোর মুখোশের অন্তরালে চলছে নিজের স্বার্থ উদ্ধার এহেন পরিস্থিতিতে আমার কলম ধরা নিভৃতে গোনাহের লিপ্ত জাতীর সচেতনতার লক্ষ্যে কোরআন সুন্নাহ হতে কিছু অমিয় বানী স্বরনালী করিয়ে দেয়া।একজন মানুষ ও যদি সতর্কতা লাভ করে তবে সেটাই আমার লেখার সফলতা । আমরা কেউই ভূলত্রুটীর উর্ধ্বে নই,আমার লেখনীর ভিতর যদি কোন ত্রুটি বিচ্যুতী পরিলক্ষিত হয় তবে তা নিতান্তই আমার জ্ঞানের দুর্বলতা তার জন্য পাঠকের দোয়া এবং আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থী।আল্লাহ তায়ালা কবুল করুন আমিন।।
বিনীত
লেখক
একাকিত্ব
ব মানব জীবনের অত্যান্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়৷ একাকিত্ব।এখানে দুটি বিষয় জড়িত এক আল্লাহর প্রেম দুই শয়তানের আক্রমণ।আমি শয়তানের আক্রমনের বিষয়টি আগে বর্ণনা করতে চাই, একজন মানুষকে শয়তান তখনই আক্রমনের মোক্ষম সময় বেছে নেই যখন সে ওহীর চর্চা ছাড়া একাকিত্বে অবস্থান করে।শয়তান এটা আল্লাহর কাছে ওয়াদা করেই নিয়েছে যে সে বনী আমদের সামনে পিছনে ডানে বামে চতুর দিক হতে আক্রমন করবে।
ثُمَّ لَاٰتِیَنَّهُمۡ مِّنۡۢ بَیۡنِ اَیۡدِیۡهِمۡ وَ مِنۡ خَلۡفِهِمۡ وَ عَنۡ اَیۡمَانِهِمۡ وَ عَنۡ شَمَآئِلِهِمۡ ؕ وَ لَا تَجِدُ اَكۡثَرَهُمۡ شٰكِرِیۡنَ ﴿۱۷﴾
আরাফ ১৭
তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হবে,তাদের সামনে থেকে ও তাদের পবছন থেকে এবং তাদের ডান দিক থেকে তাদের বাম দিকে থেকে।আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেননা।
আল্লাহ তায়ালা তার উত্তরে কি বললেন?
اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَكَ عَلَیۡهِمۡ سُلۡطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الۡغٰوِیۡنَ ﴿۴۲﴾
সুরা হিজর ৪২আয়াত
নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোন কতৃত্ব নেই,তবে পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে।
অনেকে বলতে পারে আমরা সবাইতো আল্লাহর বান্দা,আর বলেও তাই কিন্তু আসলে কি আল্লাহর বান্দা ওরা হতে পেরেছে? আল্লাহর বান্দা আর আল্লাহর সৃষ্টি বলতে এক জিনিস না।মানুষ, জিন সহ নভোমন্ডল,ভূমন্ডল কুল কায়েনাত সব কিছুর স্রষ্টা আল্লাহ আর স্রষ্টার সৃষ্টির ভিতর কেউ স্রষ্টার বাধ্য আর কেউ অবাধ্য,মানব এবং জিনের বিতর যারা বাধ্য তাদেরকে আল্লাহ বান্দা বলে সম্মোধন করেছেন।তাদের পাঁপর হয়ে গেলে তারা তওবা করে ফিরে আসে।অবাধ্য যারা তাদেরকে শয়তান গ্রাস করেছে তারা হাজা নিয়ামত পেলেও তৃপ্ত হবেনা।আর এই শ্রেনীর মানুষ গুলো যখন একাকী নিভৃতে অবস্থান করে তখন তার কল্পনার জগতটা হয়ে শয়তানের অভয়ারণ্য মানবতার জন্য বিপদসংকুল। সে হতে পারে যুবক যুবতী তরুণ তরুণী আবাল বৃদ্ধ যে কেউ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন